গারো তরুণী ধর্ষণ : আসামি পালানোর ঘটনায় মামলা

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল হোসেন আদালত থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।
আজ বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জবানবন্দি দিতে এসে কৌশলে পালিয়ে যান মামলার একমাত্র আসামি রুবেল। পরে সন্ধ্যায় কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান রাতে এনটিভি অনলাইনকে বলেন, গারো তরুণী ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল হাসান বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় রুবেলকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে রুবেল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় সালাউদ্দিন নামের তাঁর এক সহযোগী গ্রেপ্তার হলেও মূল হোতা রুবেল পলাতক ছিলেন।
গত শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে রুবেলকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। পরে তাঁকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
আজ রুবেলকে জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নিয়ে আসা হয়। সেখান থেকেই পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।