ইরানে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দেশটির বিচার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
ইরানের বিচার বিভাগের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিজান অনলাইন স্থানীয় বিচার বিভাগের প্রধান হেইদার আসিয়াবিকে উদ্ধৃত করে জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় গোরগান শহরের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত এই তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ইরানে হত্যা ও ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে চীনের পরেই ইরানের অবস্থান।
ইরানে সাধারণত ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এটি বেশিরভাগ ক্ষেত্রেই কারাগারের ভেতরে সম্পন্ন হয়। তবে চলতি মাসের শুরুতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে জনসমক্ষে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছিল। এক কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছিলেন, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।