মানিকগঞ্জে আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শুরু কাল

আচার্য ড. দীনেশচন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন।
সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আগামীকাল বৃহস্পতিবার এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে শনিবার।
২৭ অক্টোবর বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ সম্মেলন উদ্বোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, পুলিশ সুপার মাহফুজুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, মুক্তিযোদ্ধা আবদুস সালাম পিপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রকৌশলী তোবারক হোসেন লুডু।
সম্মেলন উদ্বোধনের দিন আলোচক থাকবেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। স্বাগত বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সভাপতি মো. আজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সহসভাপতি নাট্যশিল্পী তাপস সরকার গৌর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, কমার্স ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এক্সিম ব্যাংকের এমডি ড. এম হায়দার আলী মিয়া।
দ্বিতীয় দিন স্বাগত বক্তব্য দেবেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মো. শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সহসভাপতি মোহাম্মদ আলী। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতার সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার।
উপস্থিত থাকবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. বারীদবরণ ঘোষ, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আবদুল জলিল।
এ ছাড়া আলোচনায় অংশ নেবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক রুবিনা হামিদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও সাবেক অতিরিক্ত সচিব নাইম আহম্মেদ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
সম্মেলনের সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আবদুল মান্নান, লেখক গবেষক ও সংগীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী ও গড়পাড়া ইমামবাড়ি দরবার শরিফের সভাপতি শাহ সুফি মোখলেছুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ঢাকার সহসভাপতি মুহাম্মদ বজলুর রশিদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক ও কলকাতা থেকে আসা অধ্যাপক ড. সমিতা মান্না। আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, বাংলা একাডেমির (ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা) পরিচালক সাহিদা বেগম ও কথাসাহিত্যিক ঝর্ণা রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
তিন দিনব্যাপী এ সম্মেলনে প্রতিদিনই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
আচার্য ড. দীনেশচন্দ্র সেন ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ পৌর এলাকার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল ঢাকার সুয়াপুর গ্রামে। তাঁর বাবা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের আইন পেশায় নিয়োজিত ছিলেন।
আচার্য ড. দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনাকারী, মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনকারী।
১৯৩৯ সালের ২০ নভেম্বর কলকাতার বেহালায় আচার্য ড. দীনেশচন্দ্র মৃত্যুবরণ করেন।