মানিকগঞ্জে পল্লী বিদ্যুতের মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের কর্মবিরতি

মানিকগঞ্জের মুলজানে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে সামনে আজ মঙ্গলবার সকালে কাজ-কর্ম বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেন মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। ছবি : এনটিভি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদ তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করে।
মানিকগঞ্জের মুলজানে পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ে সামনে সকাল ৯টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ-কর্ম বন্ধ রেখে অবস্থান ধর্মঘট পালন করেন তাঁরা।
এতে জেলার সাত উপজেলার দুই শতাধিক কর্মচারী অংশ নেন। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য দেন ঐক্য পরিষদের নেতারা।
বক্তারা অনতিবিলম্বে মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের চাকরিতে পুনর্বহাল, নিয়মিতকরণ ও স্থায়ীকরণের দাবি জানান। এই দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।