গ্রাহকের তথ্য চেয়ে আতঙ্ক ছড়াচ্ছে দুদক : রিহ্যাব

সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীরা। ছবি : এনটিভি
গ্রাহকদের তথ্য চেয়ে চিঠি দিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আবাসন খাতের ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা।
এ সময় সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামীন জানান, বিনিয়োগের পরিবেশ তৈরির জন্য গ্রাহকদের ভয় না দেখিয়ে দুদককে ভিন্নভাবে কাজ করতে হবে। আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার পরিবেশ চেয়ে সরকারি অফিসে দুর্নীতি বন্ধ করার তাগিদ দেন তিনি।
এ ছাড়া আবাসন খাতে দীর্ঘ মেয়াদি ঋণের সুবিধা দিতে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান এ খাতের ব্যবসায়ীরা। রিহ্যাবের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।