শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় বন্য হাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি হাতির মৃতদেহ দেখতে পান তারা। পরে খবর দেওয়া হয় বন বিভাগ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে তাদের ধারণা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক ১৫ থেকে ২০ বছর।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বন্য হাতির চলাচল রয়েছে। ঘটনার রাতে প্রায় ৭০টি হাতির একটি দল কাটাবাড়ি এলাকায় আসে। কিছু সময় অবস্থানের পর ওই হাতিটির মৃত্যু হয়। পরে সারারাত মৃত হাতিটির পাশে অবস্থান করে সকালে বাকি হাতিরা পার্শ্ববর্তী পাহাড়ি টিলার দিকে চলে যায়।
বন বিভাগ জানিয়েছে, হাতির মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে। এরপর নিয়ম অনুযায়ী মৃত হাতিকে মাটি চাপা দেওয়া হবে।
এদিকে, খবর পেয়ে শেরপুরের জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হাতির মৃত্যুর কারণ উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী।