ডাকাত আতঙ্কে মানিকগঞ্জে গ্রামে গ্রামে মাইকিং

ডাকাত আতঙ্কে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার রাতে সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে মসজিদের মাইকে এই সতর্ক করা হয়।
এতে জেলার বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলবদ্ধ হয়ে পাহারা দিতে থাকেন এলাকাবাসী। তবে, জেলার কোথাও ডাকাতির কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের কোনো এক গ্রামে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নেয় ডাকাতরা। এই খবর পেয়ে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সতর্কতামূলক ব্যবস্থা নেয়। গ্রামের বিভিন্ন মসজিদের মাইকে ডাকাত হানা দিতে পারে বলে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়। এই খবর আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে। এক পর্যায়ের জেলার অধিকাংশ এলাকায় এই ডাকাত আতঙ্কে মাইকিং করা হয়।
সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মনির এবং ভাড়াড়িয়া ইউপি চেয়ারম্যান আবদুল কাদের জানান, ডিবি পুলিশের মাধ্যমে জানতে পারেন সিংগাইর উপজেলার জামসা হয়ে তাদের এলাকায় ডাকাত দল হানা দিতে পারে, সে জন্যই মসজিদে মাইকিংয়ের মাধ্যমে এলাকার সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং পাড়ায় পাড়ায় পাহাড়া দেওয়ার ব্যবস্থা করেন। তবে কোথাও ডাকাতির খবর পাওয়া যায়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জনান, ঢাকার ধামরাইয়ের একদল ডাকাত হাটিপাড়া ইউনিয়নের কোনো এক গ্রামে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। এতে জনপ্রতিনিধিরাও এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিং করেছেন।