ভূমিকম্প ঝুঁকিতে ১ নম্বরে ময়মনসিংহ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ ফারুক বলেছেন, দেশের ভূমিকম্প ঝুঁকির এক নম্বর অবস্থানে রয়েছে ময়মনসিংহ। যদি সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হয় তাহলে এখানকার বহুতল বাড়ি-ঘর বিধ্বস্ত ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
তাই বিল্ডিং কোড মেনে পরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণসহ দুর্যোগ মোকাবিলা প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক ফারুক।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ হল রুমে এক আলোচনায় অধ্যাপক ফারুক এসব কথা বলেন। এর আগে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম লোকমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়ে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক সহিদুর রহমান, কলেজ অধ্যক্ষ গোলাম সরওয়ার হোসেন, ওয়ার্ল্ড ভিশন ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র ম্যানেজার টিমথি উজ্জ্বল কান্তি সরকার, এনজিও ফোরামের আঞ্চলিক ব্যবস্থাপক শিশির কুমার রায়, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা।