মানিকগঞ্জে মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের

গরুর জন্য ঘাস কাটতে গিয়ে মৌমাছির কামড়ে প্রাণ গেল আবদুল শেখ (৬৫) নামের এক কৃষকের।
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কৃষক।
আবদুল উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত সাত্তার মাওলানার ছেলে। তাঁর ছয় মেয়ে রয়েছে।
নিহতের মেয়ে মরিয়ম বেগম জানান, গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে তাঁর বাবা ঘাস কাটতে পাশের ভাঙাবাড়ি এলাকার একটি মাঠে যান। ঘাস কাটার সময় সেখানে একটি মৌমাছির চাকে নাড়া লাগে। তখন মৌমাছি তাঁর শরীরের বিভিন্ন স্থানে হুল ফুটায়।
গুরুতর আহত অবস্থায় আবদুলকে স্থানীয় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান বলে জানান মরিয়ম।
স্থানীয় তেওতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের জানান, লাশ বাড়িতে নিয়ে এসেছে স্বজনরা। বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।