ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আরেফিন (৮) নামের এক শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পৌর ভালুকজান বন্দের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভালুকজান বন্দের বাড়ি এলাকায় সকালে পিডিবির ঝুলে থাকা একটি তারের সঙ্গে আরেফিন নিজেকে জড়িয়ে ফেলে। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।