ভাবিকে হত্যার দায়ে দেবরের ফাঁসি

লক্ষ্মীপুরে ভাবিকে গলা কেটে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
নিহত নারীর নাম সুলতানা বেগম ফেরদৌসি (২৫)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকী এলাকার বাসিন্দা ছিলেন। সুলতানা বেগমকে হত্যার দায়ে তাঁর দেবর বেলাল হোসেনকে (৩০) ফাঁসির আদেশ দেন আদালত।
আজ বুধবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, যৌতুকের দাবিতে ২০১০ সালে গৃহবধূ সুলতানা বেগম ফেরদৌসিকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই নারীর বাবা হারুনুর রশিদ পাঁচজনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় সুলতানা বেগমের দেবর বেলাল হোসেনকে প্রধান আসামি করা হয়।
সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আজ মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া মামলার অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।