সাবেক ডিআইজি বাতেন ও স্ত্রী নূরজাহানের এনআইডি ব্লক

ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি
রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি (বাধ্যতামূলক অবসর) আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ব্লকের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
আকতারুল ইসলাম জানান, দুদকের পক্ষে সংস্থার উপ-সহকারী পরিচালক মিনু আক্তার এনআইডি ব্লকের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।
আবেদনে আরও বলা হয়, সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এনআইডি নম্বর ব্লক করা প্রয়োজন। আদালত শুনানি শেষে এনআইডি ব্লকের আদেশ দেন।