রংধনু গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অর্থ আত্মসাতের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, তার ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মেহেদী হাসান দিপু ও কাওসার আহমেদ অপু রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের সন্তান। রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নারায়ণগঞ্জে জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভুয়া মর্টগেজ দেখিয়ে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের নামে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আন্দরকিল্লা শাখা থেকে ১ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেন এবং বিদেশে অর্থপাচার করেন। এছাড়া, তিনি নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদও অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশগমন নিষিদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।