৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ : মেয়র

পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবি : নিউজ রুম ফটো
কোরবানির ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র এ কথা জানান।
সাঈদ খোকন বলেছেন, যারা তা করতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কোরবানির বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিয়ে এ মতবিনিময় সভায় পরিচ্ছন্নতাকর্মীরা তাঁদের সমস্যা এবং দাবি তুলে ধরেন। জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের যেকোনো সমস্যার সমাধান এবং কোরবানির বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সহযোগিতা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেই সাথে তিনি বলেন, শুধু কোরবানির সময় নয়, বছরজুড়ে ঢাকা দক্ষিণকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি নগরবাসীর সহযোগিতা চান মেয়র।