ঢাকাকে অসমভাবে ভাগ করা হয়েছে : সাঈদ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ঢাকার দুই সিটিকে অসমভাবে ভাগ করা হয়েছে। দক্ষিণ সিটিতে ৬৫ ভাগ ব্যয়ের বিপরীতে আয়ের ক্ষেত্র মাত্র ৩৫ ভাগ, যা উত্তর সিটির ক্ষেত্রে উল্টোটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বাজেট উপস্থাপনকালে মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন।
মেয়র জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০১৬-১৭ অর্থ বছরের জন্য এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার সংশোধিত বাজেটসহ এর আকার মোট তিন হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা।
উপস্থাপিত এ বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা আর প্রকল্পে সহায়তা পাওয়া যাবে এক হাজার ৪৮৫ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ২৪০ কোটি টাকায় ব্যয় হবে বেতন-ভাতা বাবদ।
এ ছাড়া ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা। নতুন অন্তর্ভুক্ত আটটি ইউনিয়নের ২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।