অস্ত্রোপচার শেষে আইসিইউতে দুই পুলিশ কর্মকর্তা

রাজধানীর রূপনগরে ‘জঙ্গি’ আস্তানায় অভিযানে আহত চার পুলিশ কর্মকর্তার দুজনকে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
গতকাল শুক্রবার রাতেই ওই দুজনের অস্ত্রোপচার করা হয়।
আজ শনিবার সকালে স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার হুমায়ূন কবির এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
অভিযানে আহত পুলিশ কর্মকর্তারা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোখারী। তাঁদের মধ্যে সৈয়দ শহীদ আলম ও শাহীন ফকিরের অস্ত্রোপচার করা হয়।
সৈয়দ শহীদ আলমের পিঠে ও শাহীন ফকিরের কুঁচকিতে গুলি লেগেছে। শাহীন ফকিরের বাঁ বাহু ও মমিনুরের ডান হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এই ঘটনায় শুক্রবার রাতেই স্কয়ার হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, অভিযানের সময় পুলিশের চার কর্মকর্তা গুলি ও চাপাতির কোপে আহত হয়েছেন।
এই বিষয়ে আজ সকালে এনটিভি অনলাইনাকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী জানান, সৈয়দ সহিদ আলম ও শাহীন ফকির স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সূত্রে জানা যায়, রূপনগরের ৩৩ নম্বর হাউজিংয়ের ৩৪ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ অভিযানে যায়। ওই সময় বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি’ নিহত হয়। তাঁর নাম জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ।