শাহজালালে ২৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাতে আতাউল মজিদ নামের এক যুবকের শরীর তল্লাশি চালিয়ে ২৩ কেজি সোনা উদ্ধার করা হয়। ছবি : এনটিভি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ কেজি সোনাসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন শুল্ক কর্মকর্তারা।
গতকাল বুধবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম আতাউল মজিদ (৩২)। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানের এসকিউ ৪৪৬ ফ্লাইটে রাত সাড়ে ১০টার দিকে শাহজালালে অবতরণ করেন তিনি।
সোনা উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম এহসানুল করিম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, একটি হুইল চেয়ারে করে বিমানবন্দরে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন মজিদ। এ সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ২২৫টি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টম হাউসের এ কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য ১১ কোটি টাকা।