বিএনপির শীর্ষ নেতারা হত্যার দায়ে অভিযুক্ত : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা থেকে শুরু করে বর্তমান শীর্ষ নেতারা হত্যার দায়ে অভিযুক্ত।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটন গার্ডেনে টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেশন ইউনিয়ন আয়োজিত শোক দিবসের আলোচনায় হানিফ এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘বিএনপির সব শীর্ষ পর্যায়ের নেতা আজকে হত্যাকারী হিসেবে কাঠগড়ায়। এই বিএনপি নামক রাজনৈতিক দলটিও আজকে হত্যাকারী হিসেবে কাঠগড়ায়।
যে দলের প্রতিষ্ঠাতা হত্যার অভিযোগে অভিযুক্ত। দলের বর্তমান সভাপতি তিনিও হত্যার অভিযোগে অভিযুক্ত। দলের ভবিষ্যত নেতা হিসেবে আপনারা যাকে চিন্তা করছেন। সেই তারেক রহমান তিনিও হত্যাকারী হিসেবে অভিযুক্ত।’
১৯৭৫-এর ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন- এমন অভিযোগ করে ওই হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান হানিফ।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমান জড়িত না থাকলে তৎকালীন সরকারের কারা জড়িত ছিল তাদের নাম প্রকাশ করতে বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। সেই সঙ্গে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দ্রুতই ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশ হবে।’