নেত্রকোনায় বৃষ্টিতে ভিজে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নেত্রকোনা ও আটপাড়ায় শোক র্যালি, আলোচনা সভা, দরিদ্র ভোজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৯টায় বৃষ্টিতে ভিজে জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পরে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
এ ছাড়া পূর্বধলা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবক লীগের রক্তদান কর্মসূচি : বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। নেত্রকোনা শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান লিটু, আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায়, গাজী মোজাম্মেল হোসেন টুকু, অর্পিতা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তারসহ দলীয় নেতারা।