শখে নৌকায় উঠে প্রাণ হারাল শিশু

শখ করে নৌকায় উঠে প্রাণ হারাল নাঈম হোসেন (৬) নামের এক শিশু। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর গ্রামে নৌকায় উঠে বন্যার পানিতে ডুবে যায় শিশুটি। সে ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।
স্বজন ও স্থানীয় লোকজন জানান, জলিল ও তাঁর স্ত্রী তালুকনগর গ্রামের আবু বক্স খানের বাড়িতে কাজ করেন। এ কারণে সন্তানসহ ওই বাড়িতে থাকেন তাঁরা। দুপুরে ওই বাড়ির পাশে মসজিদে জুমার নামাজ পড়তে যায় শিশুটি। রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় আশপাশের লোকজন সেখানে নৌকা নিয়ে নামাজ পড়তে আসেন। নামাজের এক ফাঁকে ওই শিশু শখ করে একাই নৌকায় উঠে চালানোর চেষ্টা করে। এ সময় পা ফসকে পানিতে পড়ে ডুবে যায়। পরে সে ভেসে উঠলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হন স্বজনরা।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বিষয়টির খোঁজ নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।