নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান শুরু

‘জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ’ প্রাতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান।
জেলা শহরের পুরাতন কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল, বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন প্রমুখ।
উদ্বোধন শেষে মেলার মাঠে মুক্তমনা মঞ্চে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট মাঠে এসে শেষ হয়।
সপ্তাহব্যাপী আয়োজিত মেলায় বিভিন্ন উপজেলা থেকে নার্সারি মালিক ও বিভিন্ন গাছের খুচরা চারা বিক্রেতারা মেলার মাঠে তাদের বাহারি ফুল-ফল ও ঔষধি গাছ দিয়ে ৩০টি স্টল সাজিয়েছে।