ঝালকাঠিতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

আজ বুধবার ঝালকাঠিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন হয়। ছবি : এনটিভি
সারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে উদ্যোগে শহরের কুমারপট্টি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে বিদ্যালয়ে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার ও পৌর কাউন্সিলর তরুণ কর্মকার বক্তব্য দেন। এ সময় বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনা সৃষ্টি ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।