নাটোরে এডিপি প্রকল্পের বাইসাইকেল পেল ৩৩ ছাত্রী

নাটোরের লালপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষার্থী, নারী ও প্রতিবন্ধীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করা হয়।
এবার ৩৩ শিক্ষার্থীকে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে বাইসাইকেল দেওয়া হয়। নারীদের কর্মসংস্থানে সহায়তা করতে দেওয়া হয় সেলাই মেশিন। প্রতিবন্ধীদের চলাচলে সহযোগিতার জন্য হুইল চেয়ার এবং স্থানীয় ক্রীড়াবিদ ও তরুণদের জন্য ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।
এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৬টি পরিবারের মধ্যে ঢেউটিন ও ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে পুনর্বাসনের অংশ হিসেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাদ আহাম্মেদ শিবলী প্রমুখ।
ইউএনও মেহেদী হাসান বলেন, সরকার জনগণের কল্যাণে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে, তার সুফল যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে—এটাই আমাদের লক্ষ্য।