স্ত্রীসহ দুদকে ডাক পড়ল সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকের

মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। ফাইল ছবি
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহীন সিদ্দিককে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী বুধবার (২ জুলাই) তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বক্তব্য শোনার জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।
আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যায় আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানান। এর আগে গত ৩ জুন তারিক আহমেদ সিদ্দিক ও তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকের সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত।
দুদকের তথ্যানুযায়ী, তারিক আহমেদ সিদ্দিকের বারিধারার সাততলা বাড়ি, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকের নামে থাকা বারিধারার ফ্ল্যাট ক্রোক করার আদেশ দেন আদালত। পাশাপাশি তাদের নামে থাকা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের জমিও ক্রোকের আদেশ দেন আদালত।