মানিকগঞ্জে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কলেজছাত্রী হত্যার বিচার দাবি করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় তার সহপাঠীরা। ছবি : এনটিভি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর উদ্দিন কলেজের ছাত্রী নুরজাহান আক্তার মলির হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় মলির সহপাঠীরা। তারা মলি হত্যার ঘটনায় কবিরাজ আওলাদ হোসেনের ফাঁসির দাবি জানান। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
গত ২ আগস্ট শিবালয় উপজেলার দশচিড়া গ্রামে প্রতিবেশী কবিরাজ আওলাদ হোসেন সদর উদ্দিন কলেজের ইংরেজি বিভাগের সম্মান প্রথম বর্ষের মলিকে ধর্ষণ করে পালিয়ে যান। পরের দিন নিজ ঘর থেকে মলির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেই সময় মলির হাতের লেখা একটি চিরকুটের আত্মহত্যার বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন। কবিরাজ আওলাদ হোসেন কারাগারে রয়েছেন।