বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক নেতারা।
আজ মঙ্গলবার দুপুরে তাঁরা এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান ও মহাপরিচালক, জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘সব অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য ও বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিচিত করার জন্য নতুন করে চক্রান্ত করেছে। কালো ছায়া ও অশুভ শক্তি বিস্তার করতে চেষ্টা করেছিল। সেটি সাময়িক সংকট, তা কেটে উঠবে।’
সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করে বিএফইউজের নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘ফরিদপুরের সাংবাদিক গৌতম হত্যার বিচার হয়েছে। আমরা সাগর রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার চাই।’
সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার বলেন, ‘সবার উপরে দেশ তার উপরে কিছুই নেই- আমরা যে যে পেশায় আছি না কেন। আমরা সজাগ থাকব যত দিন পর্যন্ত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি।’
সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা আবুল কালাম আজাদ, বিএফইউজের একাংশের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের একাংশের সভাপতি সাবান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
বিকেলে গোপালগঞ্জ জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাংবাদিক নেতারা। এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ সাংবাদিক কমান্ড, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, নারায়ণগঞ্জ, খুলনা ও যশোর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।