সালাহ উদ্দিনকে খুঁজে বের করার রিট শুনানির আদেশ ২০ এপ্রিল

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে তাঁর স্ত্রীর করা রিটের শুনানির ওপর আগামী ২০ এপ্রিল আদেশ দেবেন আদালত।
আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য থাকলেও সালাহ উদ্দিন আহমেদের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময়ের আবেদন করলে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ দিন ধার্য করেন।
খন্দকার মাহবুব হোসেন শুনানির আদেশের আগে আদালতে উপস্থিত হয়ে বলেন, ‘আমরা আরো কিছু তথ্য উপস্থাপন করব। এ জন্য আমাদের আরো কয়েক দিন সময় প্রয়োজন।’
সময়ের আবেদন গ্রহণ করা হবে কি না—এ বিষয়ে আদালত রাষ্ট্রপক্ষের মতামত জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘তারা যদি আরো তথ্য উপস্থাপন করতে চায়, তবে তাদের সংক্ষিপ্ত সময় দেওয়া যেতে পারে।’ এর পরই আদালত শুনানির আদেশের জন্য এ দিন ধার্য করেন।
এর আগে ৯ এপ্রিল বৃহস্পতিবার শুনানি শেষে আজ এ-সংক্রান্ত আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত।
গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাড়ি থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়—এমন অভিযোগ করে থানা পুলিশের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হন সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ। এর পর গত ১২ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে রুল জারি করেন হাইকোর্ট।