স্কুলকক্ষে কলেজছাত্রকে গুলি করে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলায় সজল হাওলাদার (১৮) নামের এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় উপজেলার মালুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
সজল বরিশাল বিএম কলেজে অনার্সে ভর্তির অপেক্ষায় ছিলেন। তিনি উপজেলার পশ্চিম কামদেবপুর গ্রামের তুজাহার হাওলাদারের ছেলে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহামুদ বলেন, সকালে বাসা থেকে বের হয়ে মালুহার প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে দুর্বৃত্তরা তাঁকে আটক করে। পরে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের একটি কক্ষে নিয়ে গিয়ে তাঁকে গুলি করে পালিয়ে যায়।
পরে সজলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টায় তাঁর মৃত্যু হয়।
ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এম এম মাহামুদ হাসান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে।