গুপ্তহত্যা, জঙ্গি হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

দেশব্যাপী বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহে আজ মানববন্ধন করে সিপিবি। ছবি : এনটিভি
দেশব্যাপী গুপ্তহত্যা, বেছে বেছে হত্যা (টার্গেট কিলিং), জঙ্গি হামলা ও সর্বশেষ গুলশানের রেস্তোরাঁয় হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ রোববার সকালে সিপিবির ময়মনসিংহ জেলা শাখা এ মানববন্ধন করে।
শহরের ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য দেন আবদুল আজিজ তালুকদার, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, তপন সাহা চৌধুরী, অ্যাডভোকেট বিকাশ রায়, মনিরা বেগম অনু প্রমুখ।