কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা। আটকরা হলেন মো. মঞ্জিল সর্দার (৪৩) ও মো. টুটুল সর্দার (২২)।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শর্ট গান, একটি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ২টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ানের হাবিলদার মো. কুদ্দুস ফকিরের নেতৃত্বে প্রাগপুর বিওপির বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত পাকুড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মো. মঞ্জিল সর্দারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করলে তার বাড়ির উঠানের গোয়ালঘর থেকে একটি শর্ট গান এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে, আটক মঞ্জিল সর্দারের দেওয়া তথ্য অনুযায়ী জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, পাকুড়িয়া ৬ পরিবার গ্রামের তার ভাতিজা মো. টুটুল সর্দারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চালের ড্রামের ভেতর লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করেন, তারা দুই দিন আগে জয়পুর সীমান্তবর্তী ভারতীয় এলাকায় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে অস্ত্রদুটি অবৈধভাবে সংগ্রহ করে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিনের আনুমানিক মূল্য ১ লাখ ১৬ হাজার ৬০০ টাকা। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়াও, সংশ্লিষ্ট ভারতীয় অস্ত্র পাচারকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে।