নেত্রকোনা সদর উপজেলা আ. লীগের ইফতার মাহফিল

নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফতারের আগে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এর আগে ইফতার মাহফিলে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবলিক প্রসিকিউটর জি এম খান পাঠান বিমল, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান রতন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসান শাহীন, নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়, মেদেনী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান, যুবলীগ নেত্রী অর্পিতা খানম সুমী, নেত্রকোনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রঞ্জন, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান জজ, নেত্রকোনা ঘাতক দালাল নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহান সুজনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।