খাদ্য থেকে সমাজকল্যাণে প্রতিমন্ত্রী নুরুজ্জামান

নুরুজ্জামান আহমেদ। পুরোনো ছবি
খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। আজ রোববার এ রদবদল করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এনটিভি অনলাইনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে প্রতিমন্ত্রী নুরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের পরিবর্তে এখন থেকে নুরুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন জানিয়ে শফিউল আলম বলেন, শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে।
গত ১১ মে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যান। এর পর থেকে ওই পদটি শূন্য ছিল।
গত বছর ১৫ জুলাই খাদ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নুরুজ্জামান আহমেদ। তিনি লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।