খাদ্য প্রতিমন্ত্রী কক্ষ পেলেন, বসতে লাগবে ‘কিছুদিন’

অবশেষে সচিবালয়ে অফিস কক্ষ পেলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তবে এ কক্ষে বসতে তাঁকে আরো অপেক্ষা করতে হবে। কক্ষটির সংস্কারকাজ শুরু হয়েছে মাত্র। সংস্কারকাজ শেষে তা ব্যবহারের উপযোগী করতে আরো ‘কিছুদিন’ সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ১৪ জুলাই প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পান নুরুজ্জামান আহমেদ। ১৬ জুলাই সচিবালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেও কক্ষ না পাওয়ায় নিয়মিতভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করতে পারেননি তিনি।
সচিবালয়ে ৪ নম্বর ভবনের দ্বিতীয় তলায় খাদ্য মন্ত্রণালয়। এই ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশেও খাদ্য মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বসেন। তৃতীয় তলার অতিরিক্ত সচিবের দপ্তরটিকেই প্রতিমন্ত্রীর জন্য নির্ধারণ করা হয়েছে। কক্ষটির সামনে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামফলক বসানো হয়েছে। আজ রোববার সচিবালয়ে গিয়ে দেখা যায়, কক্ষটিতে সংস্কারকাজ চলছে।
আজ সন্ধ্যায় খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদ ফোন ধরেন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘আব্বু একটি প্রোগ্রামে আছেন। আপনার কোনো জরুরি কথা থাকলে আমার কাছে বলতে পারেন। আব্বুকে আমি তা জানাব।’ প্রতিমন্ত্রী মহোদয় কবে থেকে অফিস করবেন, আপনি কি এ বিষয়ে কিছু জানেন? এ প্রশ্নের জবাবে রাকিবুজ্জামান আহমেদ বলেন, ‘শুনেছি, সচিবালয়ে আব্বুর জন্য নির্ধারিত কক্ষের সংস্কারকাজ চলছে। তা শেষ হতে আরো কিছুদিন লাগবে। তবে আব্বু আজকেও সচিবালয়ে গিয়েছেন। সচিবালয়ে গিয়ে তিনি মন্ত্রী মহোদয়ের কক্ষেই বসেন।’
নিয়োগ পাওয়ার দুদিন পর খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গত ১৬ জুলাই সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামও উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর বসার জায়গা নিয়ে খাদ্যমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, তিনি (নুরুজ্জামান আহমেদ) যেহেতু প্রতিমন্ত্রী হিসেবে আমাদের মন্ত্রণালয়ে এসেছেন। তাঁর বসার ব্যবস্থাও হবে। আমরা আলাপ-আলোচনা করে মন্ত্রণালয়ে তাঁর বসার জন্য কক্ষ বের করব।’