নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার মদন উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এই বজ্রপাত এবং মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতে মৃত যুবক খোকন মিয়া (২৫) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী-ডেমারগাতি গ্রামের আসাধন মিয়ার ছেলে।
খোকন মিয়ার চাচা সবুজ মিয়া বলেন, গতকাল বিকেলে খোকন বাড়ি থেকে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যায়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে বজ্রসহ বৃষ্টি হয়। এর মধ্যেও খোকন মাছ ধরছিল। ওই সময়ই বজ্রপাতে খোকনের মৃত্যু হয়।