নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের হাসপাতালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম ওই এলাকার মঞ্জুরুল হকের ছেলে।
মঞ্জুরুল হক জানান, শফিকুল সকাল ৬টার দিকে বাসায় একটি ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।