ময়মনসিংহে ডোবায় মিলল যুবকের লাশ

ময়মনসিংহের একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে শহরের ভাঙ্গারপুল এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম ফরহাদ (২৪)। তিনি স্থানীয় মেঘা মিয়ার ছেলে। তিনি একসময় অটোরিকশা চালাতেন।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, আজ ভোরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভাঙ্গারপুল এলাকার একটি ডোবা থেকে ফরহাদের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই ফরহাদের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
পুলিশ ফরহাদের হত্যাকারীদের খুঁজে বের করতে চেষ্টা করছে বলেও জানান ওসি।