খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত টগর ওই এলাকারই বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, মনোয়ার হোসেন টগর পেশায় একজন রঙের ঠিকাদার ছিলেন। ঘটনার সময় তিন যুবক তার বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তাদের একজন টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক টগরকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই বলেন, নিহত টগরের বাসায় তিনজন যুবক এসেছিল। দরজা খোলার পর কথোপকথনের একপর্যায়ে তাদের একজন তাকে ছুরিকাঘাত করে। অভিযুক্তরা পূর্বপরিচিত ছিল এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।