কমলনগরে চেয়ারম্যান পদপ্রার্থীর ওপর হামলা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন খোকনের ওপর হামলা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীর ছেলে।
গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ইউপি চেয়ারম্যানের স্ত্রীকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।
মোশাররফ হোসেন খোকন কমলনগর উপজেলার চরলরেন্স ইউপির বর্তমান চেয়ারম্যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মোশাররফ হোসেন খোকন তাঁর স্ত্রীসহ কড়ইতলা বাজারে একটি ফার্মেসিতে বসে কথা বলছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন মাস্টারের ছেলে স্থানীয় যুবলীগ নেতা মো. সোহেল লোকজন দিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে খোকন আহত হন। এ সময় বাধা দিতে গেলে খোকনের স্ত্রীকেও লাঞ্ছিত করেন সোহেল। পরে স্থানীয় লোকজন খোকনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করায়।
এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগ নেতা সোহেল বলেন, খোকনের সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। তবে হামলার ঘটনা সত্য নয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন।
এদিকে চেয়ারম্যানের ওপর হামলা ও তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছে।