নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে মালামাল লুট

নাটোর চিনিকলে ঢুকে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে ট্রাক ভরে বিভিন্ন ধাতব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
চিনিকলের ফোরম্যান মাহাবুব আলম জানান, শনিবার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে একদল ডাকাত মিলের পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা মিলের দায়িত্বে থাকা ১২ জন নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মিলের বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ বিভিন্ন ইউনিটে রক্ষিত নতুন-পুরাতন ধাতব মালামাল ট্রাকে তুলে নিয়ে যায় তারা।
ভোর চারটার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা নিরাপত্তারক্ষীদের বাঁধা অবস্থায় দেখতে পেয়ে মিল কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। বিষয়টি তদন্তে প্রশাসনের সহায়তা নেওয়া হয়েছে।