ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল মেলা ১২ মে শুরু

ময়মনসিংহে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা ১২ মে শুরু হচ্ছে। ময়মনসিংহ জিমনেশিয়ামে এই মেলা চলবে ১৩ মে পর্যন্ত। মেলার আয়োজক ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়।
আজ মঙ্গলবার দুপুরে নিজ দপ্তরে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান।
মেলার বিভিন্ন বিষয় নিয়ে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সব ক্ষেত্রে কাজের স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ও সরকার গৃহীত সেবা পদক্ষেপ তুলে ধরতে ডিজিটাল মেলার আয়োজন করা হচ্ছে।
জি এম সালেহ উদ্দিন জানান, মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আইসিটি সংক্রান্ত নাগরিক সেবা প্রদান ও সেবাপ্রাপ্তির কৌশল উপস্থাপন করবে। জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম। সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন। মেলায় ৪৪টি স্টলের মধ্যে ই-পর্চা গ্রহণ আবেদন, বিআরটিএ, স্বাস্থ্য বিভাগ, পাসপোর্ট, ভূমি ব্যবস্থাপনা, কৃষি বিভাগ, শিক্ষা বিভাগ, ডাক বিভাগগুলোর ই-সেবা প্রদান ও ব্যাংকিং সেবার ই-কার্যক্রম প্রদর্শিত হবে। মেলায় অংশগ্রহণকারীদের সাতটি ক্যাটাগরিতে ১০টি পুরস্কার দেওয়া হবে।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান।