বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী নয়

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির মন্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দলটির অবস্থান সব সময়ই জনগণের বিরুদ্ধে।
আজ শনিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হানিফ এই মন্তব্য করেন।
ষষ্ঠ ধাপে ৭২৬টি ইউনিয়নের নির্বাচনে দলের প্রার্থীদের মনোনয়ন ষোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে হানিফ বলেন, ‘বিএনপির যে নেতারা কথা বলছেন, এটা বিএনপি নেতারা বলবেন, এটাই স্বাভাবিক। কারণ জনগণের ক্ষমতায় বিশ্বাসী না বলেই এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে জনগণের অধিকার যে হরণ করা হয়েছে, সেটার পক্ষে বিএনপি অবস্থান নিয়েছে।’
‘এই অবস্থানের মধ্য দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করেছে যে, তারা কখনোই জনগণের ক্ষমতায় বিশ্বাসী না এবং তারা বরাবরই জনগণের বিরুদ্ধে।’
হানিফ বলেন, বিএনপি এখন দেউলিয়া দলে পরিণত হয়েছে। এ কারণে জনগণ এখন তাদের পক্ষে নেই। তাই সরকারের সব ধরনের ইতিবাচক কাজের সমালোচনা করছে তারা। এ সময় স্বৈরাচারী মনোভাব নিয়ে বিএনপির জন্ম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।