ফখরুলের মুখে অহিংসতার কথা মানায় না : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতার লোভে বারবার মানুষের ওপর আঘাত করেছেন। তাঁরা ২০১৩ ও ২০১৫ সালে দেশে ধ্বংসলীলা চালিয়েছিলেন। তাই তাঁদের মুখে অহিংসার কথা মানায় না।
আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হানিফ। এর একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উল্লিখিত কথা বলেন হানিফ।
সম্প্রতি এক বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ‘সহিংসতা বাদ দিয়ে ভালোবাসার রাজনীতিতে ফিরে আসুন’ বলে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, এ সরকার সহিংসতার রাজনীতি করছে না। বরঞ্চ সহিংসতাকারীদের ধরে আইনের আওতায় এনে বিচার করছে। বিএনপি নিজেদের অপরাধ ঢাকার জন্য এখন সরলতার আশ্রয় নিচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি একটি বড় দল। সেই দলের নেতারা মিথ্যাচার বাদ দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে আসুক। তবেই জনগণ ভবিষ্যতে হয়তো তাদের ওপর আবার আস্থা রাখতে পারে।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে হানিফ বলেন, বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবির পর এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। প্রচলিত আইনে যারা সর্বোচ্চ অপরাধী, তারা সর্বোচ্চ সাজা পেয়েছে। এখানে কারো কোনো ব্যক্তিগত মত দেওয়ার সুযোগ নেই।
হানিফ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সগংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।