ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে ১৩ বছর পর

দীর্ঘ ১৩ বছর পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। বিভাগে উন্নীত হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলন একই সঙ্গে হতে পারে।
জেলা সার্কিট হাউস মাঠে আজ শনিবার সকাল ১০টায় সম্মেলনের কার্যক্রম শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্মেলন উদ্বোধন করবেন।
সর্বশেষ ২০০৩ সালে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় এবং ২০০৪ সালে পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদিত হয়। সম্মেলন ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার ময়মনসিংহ মহানগর এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নাম দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এরই মধ্যে জেলা আওয়ামী লীগের সম্ভাব্য নেতাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানগর কমিটিও অনেকটাই চূড়ান্ত বলে আভাস পাওয়া গেছে।
জেলা ও মহানগরের দুটি কমিটিতে সভাপতি-সম্পাদক পদে স্থান পেতে আগ্রহী নেতাদের পক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে শহরে বিলবোর্ড, ফ্যাস্টুন, ব্যানার, পোস্টারে পোস্টারে রাঙিয়ে তুলেছেন। এরই মধ্যে জেলা সার্কিট হাউস মাঠে বিশাল সভামঞ্চ নির্মাণ করা হয়েছে।