নেত্রকোনায় আগুনে পুড়ে গেছে অটোরিকশাসহ চার দোকান

নেত্রকোনায় অটোরিকশা, মোটরসাইকেলসহ চারটি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের বড় রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে রয়েছে উসমান গণির মনিহারি দোকান, এনামুল হোসেন খান মহতের মোবাইলের দোকান, রেজাউল হাসান সুমনের মোটর পাটর্সের দোকান ও দিলু মিয়ার স্টেশনারি দোকান। এ ছাড়া চারটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলও পুড়ে গেছে আগুনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এনামুল হোসেন খান জানান, গতকাল গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নির্মল জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।