নেত্রকোনায় বজ্রপাতে দুজন নিহত, আহত ৪

নেত্রকোনার বারহাট্টা ও মদন উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চারজন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী গৃহবধূ নূর বানু (৪৫) এবং মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটার শ্রমিক নিয়ামত উল্লাহ (২৬)।
নিয়ামত উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরো চার শ্রমিক আহত হন।
স্থানীয়রা জানায়, নূর বানু সকালে খোলাঘরে রান্না করার সময় এবং নিয়ামত উল্লাহ ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে মারা যান। এ সময় স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।