ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ, স্যালাইন সংকট

প্রচণ্ড গরমে ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত দুদিনে জেলা সদরসহ চার উপজেলায় শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন অর্ধশতাধিক রোগী। এ অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে আইভি স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ডায়রিয়া আক্রান্ত রোগী ও স্বজনরা।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিনে অর্ধশত রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই শিশু ও বয়স্ক। ঝালকাঠি সদর হাসপাতালে আইভি স্যালাইন সংকটের কারণে গরমে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। শুধু স্যালাইনই নয়, নেই প্রতিষেধকও। এমনকি শিশুদের স্যালাইন দেওয়ার জন্য ক্যানোলা পর্যন্ত বাইরে থেকে কিনতে হচ্ছে বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন।
ডায়রিয়া ওয়ার্ড থেকে শুধু খাবার স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তা-ও পর্যাপ্ত না দেওয়ার অভিযোগ রয়েছে। প্রচণ্ড দাবদাহের এ সময়ে বেশি করে বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সদর হাসপাতালের নার্স আলো রানী বলেন, আইভি স্যালাইন সংকটে রোগীদের অসুবিধা হচ্ছে।
সদর হাসপাতালের ঝালকাঠি মেডিকেল অফিসার ডা. বদরুদ্দোজা মো. জুবায়েদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে। রোগীপ্রতি একটি করে স্যালাইন দেওয়া সম্ভব হচ্ছে। বেশি লাগলে বাইরে থেকে কিনে আনতে রোগীর স্বজনদের।’