রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, আজ (২ জুলাই) ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কিছু জানা যায়নি। এ ছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।