কিশোরগঞ্জে ৭ ছাপাখানাকে জরিমানা

কিশোরগঞ্জে ডিক্লারেশন (ঘোষণাপত্র) ছাড়াই ছাপাখানা প্রতিষ্ঠা ও পরিচালনার দায়ে সাতটি ছাপাখানার মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার দুপুরে জেলা শহরের স্টেশন রোড ও পুরান থানা এলাকায় অবস্থিত ওই ছাপাখানাগুলোয় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বর্ণালী প্রিন্টিং প্রেস, কালাম পেপার হাউস অ্যান্ড প্রিন্টার্স, আর আলম প্রিন্টিং প্রেস, বর্ণমালা প্রিন্টিং প্রেস ও দোয়েল প্রিন্টিং প্রেসকে পাঁচ হাজার টাকা করে এবং জননী প্রিন্টিং প্রেস ও মোহাম্মাদিয়া প্রিন্ট গ্যালারিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো. আক্তার জামিল জানান, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন ১৯৭৩, ভঙ্গ করে ডিক্লারেশন ছাড়া ছাপাখানা প্রতিষ্ঠা ও পরিচালনার অপরাধে প্রাথমিক সতর্কীকরণ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে আবারও অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইনে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিশোরগঞ্জে ছাপাখানায় এই প্রথমবারের মতো ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা করেছে।