লালবাগে ডিএমপির অভিযানে ১৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজধানীর লালবাগে মাদক সেবন, বহন ও চুরিসহ বিভিন্ন অপরাধে সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর, কোতয়ালী, বংশাল, লালবাগ, চকবাজার ও সূত্রাপুর এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়।
এসময় মাদক সেবন ও বহনের অভিযোগে ১৩টি মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে উপস্থাপন করা হয়।
আদালতে অপরাধের ধরন ও মাদকের পরিমাণ বিবেচনায় আসামিদের ১৫ দিন থেকে দেড় বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, মহিলা পথচারীর ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বাসায় ঢুকে মোবাইল চুরির ঘটনায় আরও দুজনকে যথাক্রমে ছয় মাস ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে অপরাধের প্রমাণ না পাওয়ায় দুইজনকে খালাস দেওয়া হয়। বিচার প্রক্রিয়ায় উদ্ধার হওয়া দুটি চোরাই মোবাইল তাদের প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।