জিহ্বা থাকলে অনেক কিছু বলা যায় : এলজিআরডিমন্ত্রী

পল্লী উন্নয়ন ছাড়া যেমন দেশের উন্নয়ন সম্ভব নয়, তেমন আওয়ামী লীগ ছাড়া এই বাংলার উন্নয়ন অসম্ভব। আজ রোববার দুপুরে কুমিল্লার চান্দিনা পৌরসভার জেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের কান্ডারী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগাম ঘোষণা দিয়ে দেশের উন্নয়ন বাস্তবায়ন করে চলছেন। তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুখ থাকলে জিহ্বা থাকলে অনেক কিছু বলা যায়। তাই তিনি ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ গড়ার ঘোষণা দেন। এখানে তিনি বাংলাদেশর উন্নয়নকে ১০ বছরে পিছিয়ে রেখেছেন। তারে ভোট দিবেন আপনারা? খালেদা জিয়া বাঙালি জাতিকে সব সময় এভাবেই পিছিয়ে রাখতে চান। আর বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন।
উদাহরণ হিসেবে এলজিআরডিমন্ত্রী বলেন, যে বিশ্বব্যাংক আমাদের পিছনে লেগে আছে, ওই বিশ্ব ব্যাংকই এখন বলছে, এরই মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
এ সময় মন্ত্রী চান্দিনা পৌরসভাকে ‘খ’ শ্রেণি থেকে ‘ক’ শ্রেণিতে উন্নীত করাসহ আগামী তিন মাসের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী।
চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মুনতাকিম আশরাফ টিটু, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব ড. প্রশান্ত কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, এলজিআরডি বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. ওয়ালি উল্লাহ, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইলিয়াস মোরশেদ, কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আজিজুর রহমান, জেলা দায়রা জজ নূরুল ইসলাম, আরটিআইপি-২ প্রকল্প পরিচালক মোস্তফা কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী প্রমুখ।
এর আগে এলজিআরডিমন্ত্রী অধ্যাপক আলী আশরাফ এমপির প্রতিষ্ঠিত চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন করে মতবিনিময় করেন।